পীরগঞ্জে প্রভাবশালী কর্তৃক নির্মানাধীন পাঁকাবাড়ী ভাংচুর সহ ১লক্ষ টাকা লুট করার অভিযোগ । 175 0
পীরগঞ্জে প্রভাবশালী কর্তৃক নির্মানাধীন পাঁকাবাড়ী ভাংচুর সহ ১লক্ষ টাকা লুট করার অভিযোগ ।
পীরগঞ্জে প্রভাবশালী কর্তৃক নির্মানাধীন পাঁকাবাড়ী ভাংচুর সহ ১লক্ষ টাকা লুট করার অভিযোগ ।
পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি রংপুরের পীরগঞ্জে প্রভাবশালীর ভাড়াটিয়া বাহিনী কর্তৃক এক অসায় পরিবারের নির্মানাধিন পাঁকাবাড়ী ভাংচুর সহ ঘর থেকে নগদ ১ লক্ষ টাকা লুট করেছে । গত সোমবার সকাল ১১টায় উপজেলার বারুদহ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবার এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এলাকাবাসী ও থানার অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত গ্রামের মৃত হবিবর রহমানের পুত্র আইয়ুব আলী পৈত্রিক সুত্রে ২০ শতাংশ জমিতে মাটি ও টিনের বাড়ী নিমার্ণ করে বসবাস করে আসছে। উক্ত বাড়ীর পাশের্ প্রভাবশালী মৃত সাইদুর রহমানের পুত্র সামছুল ইসলাম দীর্ঘদিন ধরে ১০শতাংশ জমি বিক্রির জন্য চাপ দিয়ে আসছে। তাতে আইয়ুব আলী রাজি না হওয়ায় জোর পুর্বক ৫ শতাংশ জমি জবর দখল করে আসছে সামছুল ইসলাম। আইয়ুব আলী অনেক কষ্টে টাকা জোগার করে মাটির ঘর ভেঙ্গে ১ সপ্তাহ ধরে ২টি ইটের ঘর নির্মাণ শুরু করেছে। এদিকে প্রভাবশালী সামসুল ইসলাম ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে উক্তজমি নিজের ক্রয়কৃত জমি দাবি করে আইয়ুব আলীর পরিবাবের উপর হামলা চালায়। প্রানভয়ে বাড়ীর লোকজন বাড়ী থেকে পালিয়ে গেলে দুর্বুত্তরা নির্মানাধিন ইটের ঘর ২টি ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়া সহ ঘর থেকে বাড়ী করার জন্য গচ্ছিত ১ লক্ষ টাকা লুটে নেয় দুর্বুত্তরা । পরে গ্রামের লোকজন এগিয়ে আসলে দুর্বুত্তরা পালিয়ে যায়। গ্রামবাসীর সহযোগিতায় ঐদিন বিকেলে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন আইয়ুব আলী নিজে বাদী হয়ে ।
অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার এস আই ছালে মওলা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেন। দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।